রাজগঞ্জ, ১২ আগস্ট: রাজগঞ্জের চাউলহাটিতে মিষ্টির দোকান থেকে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ছেলেটি ওই মিষ্টির দোকানে কাজ করতো। বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম আজিজুল হক ( ১৫ ) । তার বাড়ি অসমে।
স্থানীয় জানা গিয়েছে, বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে ছেলেটি শিলিগুড়িতে আসে। চাউলহাটির কৃপেন্দ্র দেবের শ্বশুরবাড়ি অসমে। সেই পরিচয় সূত্রে কৃপেন্দ্র বাবু তার মিষ্টির দোকানে ছেলেটিকে কাজে রাখেন। রাতে মিষ্টির দোকানের একটি ঘরে থাকতো। এদিন সকালে সেই ঘর থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।