অল্প বয়সী দম্পতির রহস্যজনক মৃত্যু

কোচবিহার, ৯ জুন: এক দম্পতির রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ঘরের মধ্যে দুজনের মৃতদেহ পড়েছিল। কি কারণে মৃত্যু তা নিয়ে ধন্দ্বে রয়েছে পুলিশ। কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাটে স্বামি- স্ত্রীর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবকের নাম রাজকুমার হরিজন, বয়স ৩৫ বছর। তার স্ত্রীর নাম মঞ্জু হরিজন, বয়স ২৬ বছর। তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজকুমার হরিজন পেশায় একজন মুচি ছিলেন। কিন্তু এই কাজে রোজগার তেমন না হওয়ায় পরিবারে অভাব অনটন লেগেই ছিল। আজ সকালে পারিবারের লোক দেখতে পান শোবার ঘরে দম্পতির নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।