Home খেলাধূলা অভাবের সঙ্গে লড়াই করে ৮ কিশোর-কিশোরী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়

অভাবের সঙ্গে লড়াই করে ৮ কিশোর-কিশোরী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়

রাজগঞ্জ, ১০ ডিসেম্বরঃ দারিদ্রতার সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ খেলতে যাচ্ছে রাজগঞ্জ ব্লকের ৮ জন কিশোর – কিশোরী। তারা হল দীপ দাস, মেহেবুব আলম, রাজীব রায়, মুস্তাকিন বেগম, আজাদ আলি, সুপর্ণা দাস, রৌণক দাস ও কৌশিক রায়। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ। ওই কিশোর – কিশোরীরা প্রত্যেকেই স্কুল পড়ুয়া। এদের সঙ্গে কোচ হিসেবে যাবেন রাজগঞ্জেরই রাজু সরকার ও বাপ্পা সরকার। কোচ রাজু সরকার বলেন, রাজগঞ্জ ব্লকে প্রচুর কিশোর – কিশোরী ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে। অধিকাংশই গরিব পরিবারের। দীপের বাবার ছোট দোকান, মেহেবুব ও আজাদের বাবা দিনমজুর এবং রাজীবের বাবা অন্যের দোকানের কর্মচারি। তবুও অভাবের সঙ্গে লড়াই করে এরা ক্যারাটে শিখছে। এই কিশোর – কিশোরীরা জেলাস্তর থেকে রাজ্যস্তর এবং জাতীয় ও আন্তর্জাতিকস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে। এদের মধ্যে কেউ ব্রোঞ্জ ও রুপো ছাড়াও সোনাও জিতেছে। দুই কোচ ওই প্রতিযোগিদের নিয়ে আগামী ২৩ ডিসেম্বর রওনা হবেন । তবে খেলতে যাওয়ার জন্য সরকারি বা বেসরকারি কোনো সাহায্য মেলেনি বলে কোচ জানিয়েছেন । তিনি বলেন, রাজগঞ্জ ব্লকে ক্যারাটেতে অনেকের প্রতিভা আছে । কিন্তু আর্থিক সমস্যার জন্য অনেকে খেলা ছেড়ে দিয়েছে এবং অনেকের ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে । তাই সরকারি সহযোগিতা পাওয়া গেলে রাজগঞ্জ ব্লক ক্যারাটেতে ভাল জায়গায় পৌঁছাতে পারবে ।