অভাবের তাড়নায় ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিল মা

এইচ.এন. ডেস্ক, ১৩ এপ্রিল: অভাবের তাড়নায় এক মহিলা যে এমন কাণ্ড ঘটাতে পারে তা জেনে আপনি অবাক হবেন ই। সন্তানদের মুখে এক মুঠো অন্ন দিতে না পারায় পাস সন্তানকে ফেলে দিলেন গঙ্গায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়।
কঠিন দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলছিল সংসার। তার ওপর লকডাউন জারি হওয়ায় রোজগার একেবারে বন্ধ হয়ে যায়। কয়েকদিন থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল। অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে মর্মান্তিক কান্ড ঘটিয়ে ফেলেন ওই মহিলা।
লকডাউনের কারণে একজনও অভুক্ত থাকবে না বলে সরকার প্রচার করলেও বাস্তব চিত্র অনেক ফারাক। ওই মহিলার ঘটনায় তা প্রকট হয়ে উঠল। খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন। শিশু দের খুঁজতে গঙ্গায় তল্লাশি চালানোর পাশাপাশি মানসিকভাবে অসুস্থ ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।