Home রাজ্য উত্তরবঙ্গ অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা বন্ধ করল বিএলএলআরও

অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা বন্ধ করল বিএলএলআরও

রাজগঞ্জ, ১৩ মে: রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ট্রলির সাহায্যে প্রকাশ্যেই পৌঁছে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ , অনেকদিন থেকে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে। সেই মাটি বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সরকারি রাস্তার কাজেও ব্যবহার করা হচ্ছে। রাজগঞ্জ থেকে গাডড়া পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। সেই কাজেও ওই মাটির ব্যবহার করা হচ্ছে। এদিন জেসিপি দিয়ে মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।
বিএলএলআরও রূপকচন্দ্র ভাওয়াল বলেন, সন্ন্যাসীকাটার অঙ্গদগছ এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয়। মাটি কাটার প্রয়োজনীয় নথি দেখাতে বলা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।