অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে

কলকাতা, ৬ মার্চ: গোরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বলে কয়েকদিন থেকেই প্রচেষ্টা চলছে। কিন্তু নিরাপত্তার দায়িত্বে কে থাকবে তা নিয়েই চলছিল জল ঘোলা। অবশেষে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কাটল। সোমবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর পর্যবেক্ষণ ও কলকাতা হাইকোর্টের নির্দেশমতো সমন্বয় রেখে কাজ করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ( ইডি )।
জানা গিয়েছে, অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হবে। দায়িত্বে থাকবে আসানসোল জেল কর্তৃপক্ষ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তারপর চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে পুলিশ অনুব্রতকে ইডি’র হাতে তুলে দেবে। এরপর কলকাতা থেকে বিমানে একজন চিকিৎসকের উপস্থিতিতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া।