কোচবিহার, ৫ জুলাই: গ্রেটার কোচবিহার পিপলস অসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কোচবিহার জেলার তৃণমূল নেতারা। কোচবিহারের চকচকাতে গিয়ে অনন্ত মহারাজের সাথে তারা দেখা করেন।
কয়েকদিন আগে অনন্ত মহারাজের সাথে দেখা করতে গিয়েছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিপরীত দুই মেরুর রাজনৈতিক দলের নেতৃত্বরা ওই গ্রেটার নেতার সঙ্গে সাক্ষাৎ করায় চর্চা শুরু হয়েছে। তবে এই সাক্ষাৎ নিয়ে গ্রেটার নেতা অনন্ত মহারাজ ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক আলোচনা নয়, সৌজন্য সাক্ষাৎ মাত্র।