Home রাজ্য উত্তরবঙ্গ অঞ্চল সভাপতি পেলেন ব্লক সভাপতির দায়িত্ব, মিষ্টিমুখ করালেন বিধায়ক

অঞ্চল সভাপতি পেলেন ব্লক সভাপতির দায়িত্ব, মিষ্টিমুখ করালেন বিধায়ক

রাজগঞ্জ, ১৩ আগস্ট: আজ জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ঘোষণা করা হয়। রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি করা হয়। বিদায়ী ব্লক সভাপতি বিধান রায় তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। অরিন্দম বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খকেশ্বর রায়ের অনুগামী। বিদায়ী সভাপতি বলেন, আমাকে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আগে কিছু জানায়নি। তবে দল যাকে দায়িত্ব দিয়েছে তিনি আমার থেকেও ভাল কাজ করবেন এই শুভকামনা রইল।
বিদায়ী কমিটিতে ব্লকে তৃণমূলের সহসভাপতি ছিলেন রণবীর মজুমদার। যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন তুষার কান্তি দত্ত ও আইএনটিটিইউসির ব্লক সভাপতি সলেমান মহম্মদ। ওই তিন পদে কোনও পরিবর্তন করা হয়নি। মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন । তাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের মহিলা তৃণমূলের অঞ্চল সভাপতি  মঞ্জুমা খাতুনকে। এদিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়  নতুন ব্লক সভাপতির বাড়িতে গিয়ে তাকে মিষ্টিমুখ করান।
অন্যদিকে, ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি সাগর মহন্তকে সরিয়ে ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা চট্টোপাধ্যায়কে সভাপতি করা হয়। তবে সহসভাপতি মতিনচন্দ্র রায়, যুব সভাপতি কিশোর মণ্ডল, মহিলা সভাপতি লতিকা রায় ও শ্রমিক সংগঠনের সভাপতি সুকান্ত করকে আগের পদেই রাখা হয়েছে।