Home রাজ্য উত্তরবঙ্গ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার

হেমতাবাদ, ৭ এপ্রিল: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার হয়। শুক্রবার সাতসকালে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার টিটিহি কালাতলা এলাকায়। ভুট্টা খেত থেকে মৃতদেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংলগ্ন ভুট্টা খেতে একটি মৃতদেহ স্থানীয়দের নজরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তির বাড়ি মালদার কালিয়াচকে। তিনি বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।