রাজগঞ্জ, ১১ জুনঃ বিজেপির মন্ডল কমিটিতে পদ দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণাও হয়ে গিয়েছে। কিন্তু জানেনা পদাধিকারী। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে নেতৃত্ব।
বুধবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ উত্তর মণ্ডল কমিটি ঘোষণা করেন মণ্ডল সভাপতি অনিল বর্মন। কিন্তু মন্ডল সভাপতি নিজের পছন্দের লোক নিয়ে কমিটি গঠন করেছেন বলে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।
নতুন কমিটিতে সহ সভাপতির পদ হাওয়া নিতাই মন্ডল বলেন, নতুন কমিটি গঠন করতে কবে এবং কাদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে জানিনা। আমাকে যে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে তা আমার মতামত নিয়ে করা হয়নি। আরও এক সহ-সভাপতির পদ পাওয়া তপন রায় বলেন, সভাপতি কবে নতুন কমিটি গঠন করেছেন জানিনা। ওইদিন শুধু কমিটি ঘোষণার সময় আমাকে ডেকেছিলেন। সহসভাপতির পদ দেওয়া হলেও আমার কোনো মতামত নেওয়া হয়নি। সভাপতি নিজে যাকে পছন্দ করেছেন তাকেই নতুন কমিটিতে রেখেছেন। ওই কমিটি নিয়ে আমি সন্তুষ্ট না ।
বিদায়ী সাধারণ সম্পাদক নিখিল সরকার বলেন, সভাপতি পাঁচ মাসের মধ্যে তিনবার মণ্ডল কমিটি গঠন করলেন। আগের দুই কমিটিতে আমি সাধারণ সম্পাদক পদে ছিলাম। নতুন কমিটি থেকে আমাকে কেন বাদ দেওয়া হল তা সভাপতিই বলতে পারেন।
এব্যাপারে উত্তর মণ্ডলের সভাপতি অনিল বর্মন বলেন, আগের তৈরি করা কমিটি জেলা নেতৃত্ব গ্রহণ করেনি বলে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির ব্যাপারে মন্ডলের সবাইকে জানিয়ে দেব। এছাড়া কয়েকজনকে জেলা কমিটিতে পাঠাতে হবে বলে মন্ডল কমিটিতে রাখা হয়নি।