Home রাজ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

কলকাতা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুরা এই সময়ে কেন্দ্রে আসবে না। তবে তাদের পুষ্টির কথা ভেবে ও নিরাপত্তার খাতিরে বাড়িতে বাড়িতে গিয়েই কর্মীরা তুলে দেবে খাবার। অর্থাৎ শিশুদের মায়েদের হাতে ২ কিলো চাল আর ২ কিলোর আলুর প্যাকেট দিয়ে আসা হবে। সেইসঙ্গে করোনা নিয়ে সর্তকতা ও সচেতন বার্তা দিয়ে আসা হবেবপরিবারগুলোকে।
এর আগে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।