জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি: ডাম্পারের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই যুবকের, আহত হয়েছেন একজন। রবিবার রাতে দুর্ঘটনাটি হয়েছে মালবাজার ব্লকের সাইলিহাট এলাকায়। মৃত যুবকদের নাম বাবলু ওরাও ও কৃষ্ণা মুন্ডা। জখম যুবকের নাম মিলন মুন্ডা (২৭)। সকলের বাড়ি মিনগ্লাস চাবাগানে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
মৃতদের পরিবার সুত্রে জানাগেছে, রবিবার রাতে ওই তিন যুবক একটি মোটর বাইকে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওদলাবাড়ির দিকে যাচ্ছিলেন। সাইলিহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে বাইকটি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।
গুরুতর জখম হয় তৃতীয় জন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ।
জখম যুবককে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ বাইক ও ডাম্পারটি আটক করে তদন্ত শুরু করেছে।