শিলিগুড়ি, ১১ এপ্রিল: বাইক দুর্ঘটনায় মৃত সাব-ইন্সপেক্টর রজত সরকারকে চোখের জলে বিদায় দিলেন সহকর্মী, পরিবারের সদস্য এবং প্রতিবেশী সহ আত্মীয় পরিজনেরা। রজতবাবু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন নিউ জলপাইগুড়ি থানার আমবাড়ি ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন। শনিবার সকালে শিলিগুড়ি থেকে বাইকে করে ডিউটিতে যাচ্ছিলেন ওই সাব ইন্সপেক্টর। গেট বাজার এলাকায় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন রাস্তায়।
জানা গিয়েছে, ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পথে পড়ে ছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানা ও আমবাড়ি বাড়ির পুলিশ। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। বাড়িতে তার স্ত্রী ও ছোট মেয়ে রয়েছে। মৃতদেহ প্রথমে মাল্লাগুড়ি পুলিশ লাইনে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শোকের পরিবেশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ মহলে এবং এলাকায়।